সুবর্ণ জয়ন্তী কর্ণার
আভিধানিক ভাষায়, “সুবর্ণ জয়ন্তী” শব্দটি মুলত কোনো ঘটনার ৫০ বছর পূর্তীকে নির্দেশ করে। বাংলাদেশে ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ চূড়ান্ত বিজয় অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতার “সুবর্ণ জয়ন্তী” হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা অনুযায়ী সারাদেশের মত রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এরই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষও বিদ্যালয়ে আনন্দ মুখর পরিবেশে পালিত হয়েছে।