সততা স্টোর
শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে সরকারী নির্দেশনায় রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের ০৬ আগস্ট ‘সততা স্টোর’ চালু করা হয়। শনিবার (০৬ আগস্ট) সকাল ১১ টায় সততা স্টোরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাদেকুল ইসলাম।
সততা স্টোর উদ্বোধনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাদেকুল ইসলাম বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্বে দেবে। তাই তাদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা থাকা জরুরি। এ কারণেই প্রতিষ্ঠানে সততা স্টোর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে চালু হওয়া ‘সততা স্টোরে’র বৈশিষ্ট্য হলো— এ স্টোরে শিক্ষা উপকরণ সহ বিভিন্ন খাদ্যসামগ্রী থাকবে, এগুলোর মূল্য তালিকা থাকবে, ক্যাশ বাক্স থাকবে তবে দোকানে থাকবে না দোকানি কিংবা সিসি ক্যামেরা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় উপকরণ সামগ্রী কিনে মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় টাকা ক্যাশ বাক্সে রেখে যাবে। এর মাধ্যমে শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে উঠবে।
সততা স্টোর উদ্বোধনের প্রথম দিনেই শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ও আনন্দিত ছিল। তারই ধারাবাহিকতায় বর্তমানে সততা স্টোরের পরিসর বাড়ানো হয়েছে এবং সততা চর্চায় চালু রয়েছে।