মুক্তিযুদ্ধ কর্ণার
শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। এ কর্নারে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, আলোকচিত্র,বীরশ্রেষ্ঠদের অবদান এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের তথ্য। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষার্থীরা অনুভব করতে পারছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার দৃশ্যপট। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ কর্ণারে বই পড়ার বদৌলতে একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, গণহত্যা, বাঙালির বীরত্বগাথাসহ মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের প্রতিনিয়ত।