বিজ্ঞানাগার

রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারটি ০৩-১০-১৯৮৯ খ্রি: থেকে অদ্যবধি সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বিজ্ঞানাগারটি প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ৩য় তলায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে বিদ্যমান রয়েছে। বিজ্ঞানাগারটির আয়তন  (দৈর্ঘ্য ২০ ফুট ও প্রস্থ ১৮ ফুট) = ৩৬০ বর্গফুট। উক্ত বিজ্ঞানাগারটিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক পাঠদানসহ শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়
যন্ত্রপাতির তালিকা (পদার্থ বিজ্ঞান)
ক্রমিক নংদ্রবাদির নামমোট সংখ্যা
স্লাইড ক্যালিপার্স১২ টি
স্ক্র-গজ০২ টি
সিলিন্ডার ২৫০ মি.লি.০৩ টি
আয়তকার কাঁচ ফলক (বড়)০৫ টি
স্টপ ওয়াচ০১ টি
সাধারন পেন্ডুলাম ও স্ট্যান্ড০২ টি
চুম্বক দন্ড (শক্তিশালী)১২ টি
চুম্বক বার১০ টি
স্প্রিং ভারসাম্য০৪ টি
১০উত্তল ও অবতল লেন্স০৪ টি
১১গ্লোব মডেল (২০০১)০১ টি
১২স্ক্র-ড্রাইভার (বড়)০৩ টি
১৩স্ক্র-ড্রাইভার (ছোট)০১ টি
১৪মাইক সেট০১ টি
১৫মিটার স্কেল০৫ টি
যন্ত্রপাতির তালিকা (রসায়ন বিজ্ঞান)
ক্রমিক নংদ্রবাদির নামমোট সংখ্যা
টেস্ট টিউব১২ টি
বীকার (১০০ মি.লি.)১০টি
বীকার (২৫০ মি.লি.)২৫টি
ফিল্টার পেপার০৩ প্যাক
লিটমাস পেপার১০ প্যাক
ত্রিপদ স্ট্যান্ড০৪ টি
থিসেল ফানেল০২ টি
দস্তা মেটাল০১ কেজি
দ্রাবক ফালা০১ টি
১০স্প্রিট ল্যাম্ব০৩ টি
১১অ্যামোনিয়াম ক্লোরাইড০১ কেজি
১২ক্যালশিয়াম ক্লোরাইড৫০০ গ্রাম
১৩সোডিয়াম কার্বনেট০১ কেজি
১৪ক্যালশিয়াম কার্বনেট০১ পিচ
১৫ক্যালশিয়াম অক্সাইড০১ গ্রাম
১৬সালফিউরিক এসিড০১ লিটার
১৭নাইট্রিক এসিড০১ লিটার
১৮হাইড্রক্লোরিক এসিড০১ লিটার
যন্ত্রপাতির তালিকা (জীব বিজ্ঞান)
ক্রমিক নংদ্রবাদির নামমোট সংখ্যা
যৌগিক অনুবীক্ষণ যন্ত্র০৩ টি
সরল অনুবীক্ষণ যন্ত্র০১ টি
স্লাইড১০ টি
প্লাস্টিক ট্রে০৫ টি
হার্টের মডেল০১ টি
ব্যবচ্ছেদ বক্স০৬ টি
ব্যবচ্ছেদ ট্রে০৫ টি
Scroll to Top