প্রধান শিক্ষকের বাণী

অবিভক্ত বাংলার শিক্ষানগরীর প্রাণকেন্দ্রে নারীশিক্ষার আলোক বর্তিকা বোয়ালিয়া থানাধীন রাণীবাজারে অবস্থিত প্রখ্যাত ইতিহাসবিদ ও কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রথম অধ্যাপক ভিসি স্যার যদুনাথ সরকারের স্মৃতি বিজড়িত আদি নিবাসে রাজশাহী জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নেওয়ার মানসে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়ে ছিলো রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় । কালের পরিক্রমায় তা ১৯৮৬ সালে এমপিওভুক্ত হয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি ৪৩ বছর ধরে শিক্ষার সুমহান আলো প্রজ্জ্বলিত করে আসছে। অনেক স্বপ্ন, আশা, ভালোবাসা বুকে ধারণ করে মানবিক ও বিজ্ঞান শাখায় সুষ্ঠ পাঠদানের জন্য এ শিক্ষাঙ্গনে রয়েছেন মেধাবী ও ত্যাগী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আধুনিক ও বৈজ্ঞানিক কার্যকর পদ্ধতির সঠিক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ সাফল্যের দ্বারে পৌছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের মজ্জ্বাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে চালু রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা,সাংস্কৃতিক,খেলাধুলাসহ বিভিন্ন সহ:শিক্ষা কার্যক্রম। শিক্ষাবান্ধব পরিবেশ,যোগ্য ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও উপযুক্ত পাঠদান পদ্ধতির সমন্বয়ে বিদ্যালয়টি আলোকিত মানুষ গড়ার একটি আলোকবর্তিকা। আমাদের এই অগ্রযাত্রায় আপনাদের সমর্থন ও সহযোগিতা বিশেষভাবে কাম্য।

Scroll to Top